শনিবার - জুলাই ২৭ - ২০২৪

অলাভজনক প্রতিষ্ঠানের ৭ লাখ ডলার হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি

ভুয়া ইনভয়েস ও বিল ব্যবহার করে টরন্টোর একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে সাত লাখ ডলারের বেশি হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি

ভুয়া ইনভয়েস ও বিল ব্যবহার করে টরন্টোর একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে সাত লাখ ডলারের বেশি হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। টরন্টো পুলিশ জানিয়েছে, নাম উল্লেখ না করা একটি প্রতিষ্ঠানে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত কাজ করত ওই ব্যক্তি। ওই সময় অভিযুক্ত ব্যক্তি ভুয়া ভেন্ডর ইনভয়েস ও বিল তৈরি করে, যা সে প্রবেশ করতে পারে এমন ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধযোগ্য।

প্রতিষ্ঠানটির এই তহবিল ওই ব্যক্তি পরে ইনভয়েস ও বিল পরিশোধে ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আব্বাস আলী নামে রিচমন্ড হিলের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে দুই কাউন্ট জালিয়াতি, অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ দখলে রাখার দুই কাউন্ট, অপরাধের মাদ্যমে অর্জিত সম্পদ কাজে লাগানোর দুই কাউন্ট এবং এক কাউন্ট করে জালিয়াতি, ভুয়া নথি উল্লেখ করার অভিযোগ আনা হয়েছে।

- Advertisement -

আরও ভুক্তভোগী থাকতে পারেন এই বিশ^াস থেকে পুলিশ ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে। কারও কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-১৪০০ নম্বরে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -

Read More

Recent