রবিবার - মে ১৯ - ২০২৪

ভ্যাক্সিন ম্যান্ডেড

ভ্যাকসিন সেন্টার পরিদর্শনে অন্টারিও প্রিমিয়ার14

“ভ্যাক্সিন ম্যান্ডেট” ‘আন-ভ্যাক্সিনেটেডদের উপর ট্যাক্স আরোপ করা’ ইত্যাদি বিষয়গুলি নিয়ে ইদানীং কানাডাতে বেশ আলোচনা হচ্ছে।
এই দেশে সরকার ইচ্ছে করলেই সব করতে পারে না। সরকারকে কোন সিদ্ধান্ত নিতে হলে কানাডার চার্টার অফ রাইটসের কথা চিন্তা করতে হয়। কারন, সরকারের কোন সিদ্ধান্ত চার্টার অফ রাইটসের বিরুদ্ধে গেলে সরকারকে নানারকম আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে কানাডার চার্টার অফ রাইটস আনলিমিটেড না। সরকার চার্টার অফ রাইটসের বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কারন দেখিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
বেশ কয়েক মাস আগে ফেডারেল সরকার যাত্রীদের ক্ষেত্রে হোটেল কোয়ারেন্টিনের নিয়ম করেছিলেন। অর্থাৎ যাত্রীকে কানাডায় অবতরনের পর কোভিড টেস্ট করতে হবে এবং টেস্টিংয়ে নেগেটিভ রেজাল্ট না আসা পর্যন্ত হোটেলে কোয়ারেন্টিন থাকতে হবে।
সরকারের এই সিদ্ধান্ত চার্টার অফ রাইটসের বিরুদ্ধে যায় বলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয়েছিল। কারন, চার্টার অফ রাইটস অনুযায়ী কানাডার নাগরিকদের মোবিলিটি রাইটস আছে। কিন্তু মামলাটি খারিজ হয়ে যায় এই মর্মে যে, করোনা মহামারীর কারনে সরকারকে নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল।
ঠিক একই ভাবে, কানাডার চার্টার অফ রাইটস অনুযায়ী প্রতিটি নাগরিক শারীরিকভাবে অটোনমি ভোগ করে অর্থাৎ কানাডার নাগরিকরা তার দেহের ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন।সে তার চিকিৎসার ব্যাপারে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে এবং সে তার নিজস্ব সংকল্পের বিষয়ে স্বাধীন।
তবে চার্টার অফ রাইটসের এই অধিকারটি সীমাহীন নয়। সরকার ইচ্ছে করলে চার্টার অফ রাইটস লংঘনের যৌক্তিক কারন উল্লেখ করতে পারেন।
সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত কোর্টে চ্যালেঞ্জ হলে বিচারক তা যৌক্তিক মনে করলে চার্টার অফ রাইটসের লংঘন হলেও সরকারের সিদ্ধান্তের পক্ষে রায় দিতে পারে।

স্কারবোরো, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent