রবিবার - মে ১৯ - ২০২৪

কবিতা: নকশী কাঁথা

নকশী কাঁথা মানেই আবেগ জড়ানো স্মৃতি
নকশী কাঁথা মানেই ঠাকুমা দিদিমার স্পর্শ,
শিল্পীর নিখুঁত শৈল্পিক নকশা কাঁথার উপর।
ফুল,ফল,পাতা,পাখি,লতা,গাছের সূচিচিত্র,
আজ শুধুই আমাদের কাছে …
কল্পনার কাল্পনিক নিদর্শন,
আজ হয়তো আছে কারো কারো ঘরে
হয়তো দেখা মিলবে সুদূর ভবিষ্যতে
জাদুঘরে কিংবা শিল্প মেলাতে
এই অমূল্য রতন দর্শনীয় হবে।
নকশী কাঁথা মানেই …
কবি জসীম উদ্দীনের কবিতা,
সাজু রূপাইএর প্রেম কাহিনীর
জীবন গাঁথার ইতিহাসের পাতা।
নকশী কাঁথার মাঠে মধ্যেই ছিল
ওদের বিরহবেদনা ইতিবৃত্ত কথা।
নকশী কাঁথায় খুঁজে পাই অপার
স্নেহ মাখানো ভালোবাসা আর
অতীত স্মৃতির জড়ানো কবিতা।

- Advertisement -

ইস্টইয়র্ক, অন্টারিও, কানাডা

- Advertisement -

Read More

Recent