রবিবার - মে ১৯ - ২০২৪

ফেরত দেয়ার আনন্দ অপূর্ব

মানুষের টাকা ফিরিয়ে দেয়ার মধ্যে কি যে অপার আনন্দ আছে, তা পূর্বেও পেয়েছি। একবার সাতশত ডলার ও ম্যানিব্যাগ পেয়ে ফেরত দিয়েছিলাম।
ফেরত দেয়ার আনন্দ অপূর্ব।
সেই আনন্দ আজ আবারও পেলাম। সেই আনন্দ আমার লিখতে ইচ্ছে করছে। তাই লিখছি।
আমার কর্মস্থলে সাপ্তাহের কর্মঘন্টা অনুযায়ী যে পরিমান অর্থ আসে তার চেয়ে বেশী ২৩৫ ডলার ভুলবশতঃ দেয়া হয়। কাজের চাপে সাথে সাথে টাকা গুনিনি। একটু ফ্রি হয়ে যখন গুনে দেখি ২৩৫ ডলার বেশী দেয়া হয়েছে,সাথে সাথে অফিসরুমে গিয়ে ডলার ফেরত দিতে ডমিনিক ও ড্যানি অবাক। অনেকক্ষন আমার দিকে তাকিয়ে থেকে আংকেল ডমিনিক বুকে জড়িয়ে ধরে, লাভ ইউ নেফিউ।
ড্যানি আমার ডলার গুনে নিয়ে প্রশংসা করায় ভীষন লজ্জা লাগছিল।দ্রুত তাদের দু’জনের সামনে থেকে কেটে পড়তে পারলেই যেন বাঁচি।
এরপরে আরো অবাক কান্ড হলো। ডমিনিক আমার জন্য ল্যাম্ব চপ ও রিসোটো খাবার নিয়ে এসে বলল,রনি, ইউ ডির্জাভ এপ্রিসিয়েশন। খাও, উপভোগ করো সততার জীবন অনেক সুন্দর।
এ ভালবাসায় তখন আমার চোখে জল।

- Advertisement -

মন্ট্রিয়ল, কুইবেক, কানাডা

- Advertisement -

Read More

Recent