সোমবার - মে ২০ - ২০২৪

যারা মোকাবেলা করেছে তারাই জানে কি ভয়াবহ ছিল সেই সময়গুলি

রেজাউল ইসলাম

করোনা আক্রান্ত স্ত্রীকে নিয়ে স্বামী এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। কোন হাসপাতালে জায়গা হচ্ছে না। এই সময়গুলি, এই মূহুর্ত গুলি যারা মোকাবেলা করেছে তারাই জানে কি ভয়াবহ ছিল সেই সময়গুলি। যারা ভুক্তভোগী নয় তারা শুধুমাত্র উপলদ্ধীই করতে পারে কিন্তু সেই সব ভুক্তভোগীর অবস্থানে গিয়ে সেই কঠিন সময়ের অভিজ্ঞতা বুঝার ক্ষমতা তাদের নেই।
অনেক প্রান ঝরে গেছে আকাতরে। অনেকেই চলে গেছে অসময়ে। অনেকের প্রান প্রীয় মানুষগুলি হয়ত এই মৃত্যুর মিছিলে সামিল হয়েছে।
অনেকেই প্রান রক্ষাকারী ভ্যাক্সিন আসার আগেই বিদায় নিয়েছে। প্রানরক্ষাকারী ভ্যাক্সিন নিতে পারলে হয়ত সেই বিদায়টা এত আগেই হতো না।
এই সময়টা থাকবে না। যে মেঘ আকাশে ঘনিভূত হয়েছে সেই মেঘ এক সময় কেটে গিয়ে সূর্যের কিরনচ্ছটা দেখা দিবে। এই সময়গুলি তখন ইতিহাস হয়ে থাকবে।
আমরা যারা বেচে আছি এক সময় এই সব ভুলে যাবো। আমাদের পরবর্তি প্রজন্ম তেমন কিছুই হয়ত জানতে পারবে না।
তবে ইতিহাসের পাতায় লেখা থাকবে, করোনা ভাইরাস নামের এক ভয়াবহ মহামারী পৃথিবীতে এসেছিল। লক্ষ লক্ষ প্রান কেড়ে নিয়েছিল সেই মহামারী। মানুষের চলাচল সীমিত হয়ে গিয়েছিল। মানুষ প্রান ভরে নিঃশ্বাস নিতে পারতো না। মাস্কের আড়ালে চেনা মানুষকেও চেনা যেতো না। যাদের করোনা হয়েছিল তাদের অনেকেরই পরিবার পরিজন থেকে শেষ বিদায় ছিল হসপিটালের করোডোর পর্যন্তই। সেটাই ছিল তাদের শেষ বিদায়।
এই ভয়াবহ সময় কেটে যাচ্ছে, কেটে যাবে হয়তো কিন্তু অনেকের কাছে বেদনাবিধূর স্মৃতি হয়ে থেকে যাবে।

- Advertisement -

Read More

Recent