সোমবার - মে ২০ - ২০২৪

আমার অপেক্ষা

অবশেষে আমার অপেক্ষা শেষ।
কৌশিক পূজার ছুটি শেষে আমাদের জন‍্য প্রিয় নারকেল ও তিলের নানারকম মজার মজার নাড়ু,খৈ,দৈ মিষ্টি,সন্দেশ এনেছে।
সকাল থেকে আমাদের বিশেষ করে হৃদের চলছে একটু পরপর এসব বিশেষ মজার খাবার তৃপ্তির সাথে ভক্ষন।
মনে পড়ে যায় ছোটবেলার কথা। নানুবাড়ীতে বেড়াতে যেতাম পূজার ছুটিতে। মন্ডপে ধুপের গন্ধ! পূজা দেখতে যেয়ে নাচে দুলতাম কাজিনরা।দেবী দুর্গা সহ সবার সাজ পোশাকের মুগ্ধতা সহকারে প্রসাদ নিয়ে মহা আনন্দ নিয়ে বাসায় ফিরতাম।
কিছু স্মৃতি ম্লান হবার নয়! আজও মন খুঁজে বেড়ায় কৈশোরের বন্ধু পুষ্প রানী মন্ডলকে! টিফিনে খেতাম পূজার নাড়ু মোয়া। সেই স্বাদ ফিরে ফিরে আসুক। ধন‍্যবাদ কৌশিকের পরিবারের সবাইকে যারা মমতায় ভালোবাসায় বেঁধেছে আমাদের।

- Advertisement -

Read More

Recent