মঙ্গলবার - এপ্রিল ৩০ - ২০২৪

মেক্সিকো ভ্রমণকারীদের নিরাপদে থাকার আহ্বান কানাডার

মেক্সিকোতে অবস্থানরত কানাডিয়ানদের চলাচল সীমিত করার পাশাপাশি নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে ফেডারেল সরকার। দেশটির উত্তরপশ্চিম অঞ্চলে দেখা দেওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে এই পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

এই সহিংসতা দেখা দিয়েছে মূলত কুলিয়াকান, মাজাটলান, লস মোচিস ও গুয়াসাভে। এক টুইটে অটোয়া বলেছে, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, গুলি ছোড়া হচ্ছে এবং বিমাবন্দরসহ অত্যাবশ্যকীয় অবকাঠামোর ওপর হুমকি রয়েছে। কুলিয়াকান ও মাজাটলান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবতৃী ঘোষণা না দেওয়া পর্যন্ত লস মোচিস বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

নিরাপত্তাবাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে এই সহিংসতার সূত্রপাত। অভিযানে নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করে, যিনি সাবেক মাদক স¤্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের ছেলে। মেক্সিকো সিটিতে এক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর স্বাগত জানানোর কয়েকদিন আগে এ ঘটনা ঘটে।

- Advertisement -

Read More

Recent