রবিবার - মে ১৯ - ২০২৪

ওলেব্বাবু! ওলে ওলে ওলে……

[ অটোয়ায় আমার কাছের মানুষ বন্ধু মহসিন রেজা এবং সকাল সন্ধ্যার আফরোজা বানু দম্পতি। অতি সম্প্রতি ওদের কন্যা কৃষ্টি এবং জামাতা জেফ্রির কল্যাণে ওরা একটি কন্যাশিশুর নানা-নানী হয়েছেন। পৃথিবীর নতুন সদস্য আমার এই ছোট্ট বন্ধুটির নাম লীলা। পুরো নাম লীলা লরেন রেজা স্টোরেন। আমাদের ভুবনে লীলার আগমন উপলক্ষ্যে একটি ছড়া তো লিখতেই হয়। এই সুন্দর পৃথিবীটা তোমার সৌরভে মুখরিত হয়ে উঠুক ছোট্ট লীলাবতি। ]

- Advertisement -

ওলেব্বাবু! ওলে ওলে ওলে……

লুৎফর রহমান রিটন

এত্তোটুকুন ছোট্ট পাখি লীলা

কদিন আগেও মায়ের পেটে ছিলা।

এখন তুমি মায়ের কোলে কোলে!

ওলেব্বাবু! ওলে ওলে ওলে……

তোমার মতোন জ্যান্ত পুতুল পেয়ে

আব্বু তোমার ওঠে যে গান গেয়ে।

প্রথম যখন তোমায় কোলে নিলো

জড়িয়ে তোমায় কত্তো আদর দিলো!

ছুঁইয়ে আঙুল তোমার গালে ঠোঁটে

আব্বু কেমন অবাক হয়ে ওঠে!

ছোট্ট তুমি পিটপিটিয়ে চাও

কাণ্ড দেখে তুমিও মজা পাও?

তাই কি তোমার চোখের তারা দোলে?

ওলেব্বাবু! ওলে ওলে ওলে……

হাসপাতালে ক’দিন থাকার পরে

ফিরলে তুমি নানা নানীর ঘরে।

এইটা তোমার মামার বাড়ি তাই

তোমার আদর যত্নের শেষ নাই।

মামা তোমায় কত্তো ভালোবাসে!

নানান ছুঁতোয় তোমার কাছে আসে।

রঙ বেরঙের উপহারে ঘেরা

পৃথিবীতে মামার বাড়িই সেরা।

কারণ সেথায় মধুর হাঁড়ি ঝোলে!

ওলেব্বাবু! ওলে ওলে ওলে……

ছোট্ট পাখি ছোট্ট লীলাবতি

মুগ্ধ সবাই তাকিয়ে তোমার প্রতি।

রূপে তোমার উজল চারিপাশ

বরফ শীতেও স্নিগ্ধ ফাগুন মাস।

মামার বাড়ি কী আনন্দময়!

সবাই শুধু তোমার কথাই কয়।

কিন্তু তুমি ঘুমকাতুরে ছানা

কেবল ঘুমাও, যতোই ডাকুক নানা!

কখন তোমার চোখের পাতা খোলে?

ওলেব্বাবু! ওলে ওলে ওলে……

অটোয়া ২১ জানুয়ারি ২০২৩

- Advertisement -

Read More

Recent