রবিবার - মে ১৯ - ২০২৪

ব্রাম্পটনে “এক খন্ড বাংলাদেশ”

অষ্টম হেরিটেজ সাউন্ডস মিউজিক ফেস্টিভ্যাল ২০২৩ এর আমন্ত্রণে সেদিন প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিয়েছিল

অষ্টম হেরিটেজ সাউন্ডস মিউজিক ফেস্টিভ্যাল ২০২৩ এর আমন্ত্রণে সেদিন প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিয়েছিল। দূর দূরান্ত থেকে আমাদের বাংলাদেশী ভাই বোনেরা বাংলাদেশের পতাকা হাতে এসেছিলেন। কি যে এক অন্য রকমের আনন্দে মনটা ভরে উঠেছিল। বাংলা গান ছাড়াও অনুষ্ঠানে ছিল পাঞ্জাবি, হিন্দি ও ইংলিশ গান।  বাংলা গান পরিবেশনায় ছিলেন বাংলা কমুনিটির সুপরিচিত শিল্পী  শিরিন চৌধুরী ও সুপরিচিত ব্যান্ড  যান্ত্রিক।  তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলাম আমি অজন্তা চৌধুরী।

আমাদের আমন্ত্রনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই  হেরিটেজ সাউন্ডস মিউজিক ফেস্টিভ্যাল (সানি গিল , লাল জি এবং আনোয়ার আজাদ ভাই )-কে।  শব্দ নিয়ন্ত্রণে খানিকটা জটিলতা সৃষ্টি হওয়াতে আমরা প্রাণ ভরে বাংলা গান উপভোগ হয়তো সেদিন করতে পারিনি তবে ভবিষ্যতে এ ব্যাপারে কর্তৃপক্ষ বিশেষভাবে যত্নবান হবেন বলে জানা গেছে।

- Advertisement -

আমরা সত্যিই অভিভূত দূর দূরান্ত থেকে ছুটে  আসা  বাংলাদেশী ভাই বোনদের সরব উপস্থিতিতে।  কৃতজ্ঞতা অফুরান।

- Advertisement -

Read More

Recent