রবিবার - মে ১৯ - ২০২৪

তোমাকে সালাম

শিল্পী শাহাবুদ্দিনের আঁকা মুক্তিযুদ্ধ ফেরত যে শিল্পীকে তুমিই আদেশ করেছিলে এখন দেশ স্বাধীন হয়েছে তুই প্যারিসে গিয়ে ছবি আঁকার উপর উচ্চ শিক্ষা নিয়ে আয় এরকম আরো কত শিল্পী কবি সাহিত্যিকদের তুমি উৎসাহ দিয়েছো

প্রতিদিন দরোজা খুলেই দেখি

আমার ঘরের দেয়ালে টাঙানো সিঁড়িতে লুটানো

- Advertisement -

তোমার নিতর দেহের ছবি।

শিল্পী শাহাবুদ্দিনের আঁকা। মুক্তিযুদ্ধ ফেরত যে শিল্পীকে তুমিই আদেশ করেছিলে – এখন দেশ স্বাধীন হয়েছে -তুই প্যারিসে গিয়ে ছবি আঁকার উপর উচ্চ শিক্ষা নিয়ে আয়। এরকম আরো কত শিল্পী কবি সাহিত্যিকদের তুমি উৎসাহ দিয়েছো!

তরুণ শাহাদাত খানের সরোদ বাদন শুনে তৎক্ষণাৎ তুমি তাকে বিদেশের আসরে দেশের প্রতিনিধিত্ব করতে সব ব্যবস্থা করার নির্দেশ দিলে সংশ্লিষ্ট জনদের।

তুমি যেমন শাহাবুদ্দিনের তুলিতে আছো স্বমহিমায়, তেমনি বাংলার ধুলিকণায় ছড়িয়ে আছো আপন গৌরবে৷

হত্যা করে খুনি মোশতাক মাথায় টুপি দিয়ে কিছু মানুষকে বোকা বানিয়েছে ঠিকই। কিন্তু মহাকাল যে অনিবার্য সত্যের কাছে ফেরে ধ্রুব। যেমন উদ্ভাসিত সত্যের আলোয় দূর হয়ে যায় অন্ধকার।

তুমি শুধু আজ আমার ঘরের দেয়ালে টাঙানো সিঁড়িতে লুটানো মৃতদেহের ছবি নয় পিতা, সত্যনিষ্ঠ প্রতিটি বাঙালির হৃদয়ে আজ বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাকে আমার হাজার সালাম!

- Advertisement -

Read More

Recent