রবিবার - মে ১৯ - ২০২৪

হুইল-ট্রান্স গ্রাহকদের জন্য অ্যাপ চালু টিটিসির

নতুন একটি মোবাইল অ্যাপ চালুর কথা ঘোষণা করেছে টিটিসি এর ফলে হুইল ট্রান্স গ্রাহকরা তাদেও স্মার্টফোনের মাধ্যমেই শিডিউল ও ট্রিপ ব্যবস্থাপনা করতে পারবেন

নতুন একটি মোবাইল অ্যাপ চালুর কথা ঘোষণা করেছে টিটিসি। এর ফলে হুইল-ট্রান্স গ্রাহকরা তাদেও স্মার্টফোনের মাধ্যমেই শিডিউল ও ট্রিপ ব্যবস্থাপনা করতে পারবেন।

আইওএস এবং অ্যান্ড্রয়েড ফোনে হুইল-ট্রান্স মোবাইল অ্যাপটি ব্যবহার করা যাবে। হুইল-ট্রান্স সেল্ফ-বুকিং ওয়েবসাইটে বিদ্যমান প্রায় সব সুযোগ সুবিধায় এই অ্যাপে থাকবে। ডোর-টু-ডোর এবং ফ্যামিলি অব সার্ভিসেস (এফওএস) ট্রিপ পরিকল্পনায় অ্যাপটি ব্যবহার করা যাবে।
হুইল-ট্রান্স অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ট্রিপ বুকিং, পরিবর্তন অথবা বাতিল করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে ব্যবহার করতে হবে হোয়ার ইজ মাই রাইড অপশনটি। এই অপশনে যানবাহনের অবস্থান দেখা যাবে।

- Advertisement -

Read More

Recent