সোমবার - মে ২০ - ২০২৪

গ্রীষ্মকালীন ঝড়ে বিমাকৃত ক্ষতি ৩৪ কোটি ডলার

প্রাথমিক হিসাবের ভিত্তিতে এই তথ্য দিয়েছে তারা

অন্টারিওতে এই গ্রীষ্মে ভয়াবহ ঝড় ও বন্যায় ৩৪ কোটি ডলারের বিমাকৃত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইন্স্যুরেন্স ব্যুরো অব কানাডা (আইবিসি)। প্রাথমিক হিসাবের ভিত্তিতে এই তথ্য দিয়েছে তারা।

ক্যাটাস্ট্রফি ইন্ডিসেস এবং কোয়ান্টিফিকেশন ইনকর্পোরেশনের তথ্য অনুযায়ী, এই ক্ষতির এক-চতুর্থাংশ হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ও গাড়ি মেরামতে।

- Advertisement -

আইবিসি বলেছে, গ্রীষ্মকালীন ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অটোয়া অঞ্চল। অন্টারিও এবং কানাডাজুড়ে ভয়াবহ ঝড় ও বন্যার প্রকপ প্রতি বছরই বাড়ছে। পাঁচটি ঝড়কে ক্যাটাস্ট্রফি হিসেবে শ্রেণিকরণ করা হয়েছে। অর্থাৎ, এর ফলে ৩ কোটি ডলারের বেশি বিমাকৃত ক্ষতি হয়েছে।

জুলাই ও আগস্টের এই ঝড়ের প্রভাবে বন্যা ও টর্নেডো দেখা দেয়।

- Advertisement -

Read More

Recent