রবিবার - মে ১৯ - ২০২৪

জীবনানন্দ

শিল্পী সৈয়দা শান্তা

ডুমুরের ফুল
লাউয়ের জাংলা
বনলতা সেন
রূপসী বাংলা
ফড়িঙের ডানা
দোয়েলের শিস
ঝরা পাতাদের
কথা ফিসফিস
ফিরে ফিরে আসা
ধানসিড়ি নদী
পঞ্চমী চাঁদে
ছায়া নিরবধি
পাখির পালকে
বিষাদ-ছন্দ
রৌদ্রের রঙ
পাতার গন্ধ
জীবনানন্দ
জীবনানন্দ…
ধবল জোৎস্না
চন্দ্রের ঝাঁজ
রূপালি আলোর
মৃদু-কারুকাজ
বিহবল-দুখী
স্বর্ণালি চিল
রোদ-ভেজা ডানা
করে ঝিলমিল
ঘুম ঘুম চোখ
ডাহুকের গান
লাশকাটা ঘর
করে আহবান
পিছু নেয় মায়া
দ্বিধা ও দ্বন্দ্ব
সুতোর ওপারে
কে ডাকে অন্ধ!
জীবনানন্দ
জীবনানন্দ……

অটোয়া ২২ অক্টোবর ২০১৪

- Advertisement -

Read More

Recent