রবিবার - মে ১৯ - ২০২৪

বোঝে না সে ছুটিরদিনের সুখ

বোঝে না সে ছুটিরদিনের সুখ

ছুটিরদিনের জন্য থাকি সারা সাপ্তাহ উন্মুখ

চাই যে পেতে চায়ে চুমুক ও পেপার পড়ার সুখ!

- Advertisement -

টিভি দেখে ও গান শুনে কাটবে দিন নির্ভার

কেউ আমাকে সালাম দিয়ে বলবে না বস, স্যার।

আমার জন্য থাকবে না আজ কোথাও কোন ভীড়,

সামলাতে হবে না কোন লোকজনের তদ্বির।

একটি দিন হবে আমার একান্তই ঘরোয়া

সামান্য এই চাওয়া, বউ কি করে পরোয়া?

সকাল থেকে রেকর্ড বাজে রেডি হও জলদি

বাজারে যাও, আদা, পেঁয়াজ,জিরা ও হলদি

মশলার সাথে আনবে কিনে গাজর ও শসা,

ঝাড়ি খেয়ে যায় কি থাকা আরামে বসা?

বোঝে না সে, ছুটিরদিনে আলসেমির কি সুখ!

তাঁর যন্ত্রনায় সময় কাটে কালো করে মুখ।

২৫.১১.২০২৩
মন্ট্রিয়েল

- Advertisement -

Read More

Recent