রবিবার - মে ১৯ - ২০২৪

বয়স হচ্ছে

বয়স হচ্ছে

অনেক কিছুই আমি করেছি পরিত্যাগ
ভাবছি, এসব লিখে কাকে করি ট্যাগ?
লিখছি শুধু ছড়ায় ছড়ায় ছন্দে
ভাবছ তোমরা আছি মহানন্দে!
মোটেও না।

এই ত্যাগে আনন্দ জোটেও না।
বয়স হলো। বাড়ছে অসুখ বিসুখ কত
গুনতে গেলে কম হবে না, হবে শত!
রোগের কি নাম? জানতে চাও? বলব না
সাধের খাওয়া ত্যাগ করায় জ্বলব না?
জ্বলছি তো।

- Advertisement -

চিনি ছাড়া চা খেয়ে চলছি তো।
রেড মিট খাওয়া বন্ধ। খাচ্ছি কী? নিরামিষ।
রসগোল্লা? মিষ্টি? আমার জন্য তা বিষ।
তেল-ঘি, মাখন, পনির, জেলি ও ক্রীম?
খেতে বারণ। ইচ্ছে হচ্ছে দ্রিম দ্রিম
ঘুষিতে

চিকিৎসকের নাক ফাটাই, খুশিতে!
বয়স হচ্ছে, বাড়ছে অসুখ বিসুখ যত
চলতে হচ্ছে চিকিৎসকের কথামত।

- Advertisement -

Read More

Recent