বৃহস্পতিবার - মে ৯ - ২০২৪

বছরের প্রথম ছড়া > গরিবের প্রেম

বছরের প্রথম ছড়া

আমি একটা গরিব ছেলে। কিন্তু আমি–
প্রেম করেছি ধনাঢ্য এক মেয়ের সনে।
প্রেম বেড়েছে খুব দ্রুততায় লকলকিয়ে
প্রেম বেড়েছে প্রকাশ্যে আর সঙ্গোপনে।
প্রেম বেড়েছে লাল গোলাপের অজস্রতায়
পল্লবিত আকাশ কুসুম স্বপ্ন-আশা।
চিত্ত ছাড়া বিত্তহীনের নেই তো কিছু
সম্পদ তার উপচে পড়া ভালোবাসা।
মেয়ের বাবা বদরাগী আর অহংকারী
গর্জনে তাঁর প্রাসাদ কাঁপে ক্রুদ্ধ স্বভাব।
দরিদ্রকে অবজ্ঞা আর করেন ঘৃণা
আচরণে বাংলা ছবির ‘চৌধুরী সাব’।
যে চৌধুরী সাহেব আমার হবু শশুর
সে চৌধুরী অগ্রগণ্য শিল্পপতি।
দারিদ্র্য নয়, দরিদ্রকে ঘৃণা করেন
মানতে নারাজ তাঁর কন্যার গরিব পতি।
তাঁর কারণেই গরিব আমি তিনিও জানেন
দারিদ্র্যকে টিকিয়ে রাখেন চৌধুরীরা।
গরিব আরো দরিদ্র হয় দিনে দিনে
ছায়ার সঙ্গে লড়েন শখের বিপ্লবীরা…

- Advertisement -

Read More

Recent