রবিবার - মে ১৯ - ২০২৪

হজ্বের কোটা

হজ্বের কোটা খালি পড়েছে তার সংখ্যা জানেন ৭৪ হাজার ৮৩

এ বছর হজ্বের কোটা খালি পড়েছে তার সংখ্যা জানেন? ৭৪ হাজার ৮৩৷ এই পরিমাণ হাজী এ বছর হজ্বে যাননি বা যেতে পারেননি।

সৌদি সরকারের সাথে চুক্তি ছিল ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন হাজী এ বছর হজ্বে যেতে পারবেন। কিন্তু অতিরিক্ত প্যাকেজ মুল্য নির্ধারণ করায় সংখ্যা কমেছে হাজীদের।

- Advertisement -

খোদ সৌদি আলেমরাই প্যাকেজের দাম বাড়িয়ে হাজীদের এভাবে কষ্ট দেওয়া এবং বাধা দেওয়ার বিরোধিতা করেছেন। কিন্তু কে কার কথা শুনে?

হজ্ব করতে হলে ৬ লক্ষ টাকা লাগবে৷ কেনো ভাই?

মুয়াল্লিম ফি, পরিবহন ব্যয়, মেন্টেইনেন্স ব্যয় কি আসলেই এত বেশি? সৌদি এয়ারলাইনস আর বাংলাদেশ বিমান ছাড়া অন্যান্য এয়ারলাইনস কোম্পানিকে হাজীদের জন্য কেনো উন্মুক্ত করে দেওয়া হয়না?

নরমালি কেউ জেদ্দা যাওয়া আসা করলে ভাড়া দিতে হয় ষাট হাজার বা সত্তুর হাজার কিন্তু হজ্বের সময় ভাড়া দিতে হয় দুই লক্ষ, এই আকাম কেনো করেন? বিমানের সারা বছরের লোকসান হাজীদের থেকে উসল করতে চান কেনো?

জবাব দেওয়ার কেউ নেই। কেউ দিবেনওনা।

আপনারা যারা বিভিন্নভাবে দাম বাড়িয়ে আল্লাহর ঘর জিয়ারতে যাওয়া থেকে মানুষকে বাধা দিয়েছেন আল্লাহই আপনাদের বিচার করুন।

- Advertisement -

Read More

Recent