রবিবার - মে ১৯ - ২০২৪

আমার খরগোশটা গিটার বাজায়

ছড়াকার হিশেবে আমি কখনোই ভুলে যাই না আমার ছড়ার মূল পাঠক কারা। ছোটদের জন্যে তাই লিখে যাই আমি বিরামহীন, অবিরাম। বড়দের জন্যে লেখা আমার যতো বইই বেরুক,আমার টার্গেট অডিয়েন্স বা কনজ্যুমার তো মূলত ছোটরাই।

- Advertisement -

ওরাই আমাকে ভালোবাসে সবচে বেশি। সুতরাং ছোটরাই আমার কাছে গুরুত্ব পায় সবার আগে।

ছোটদের আদর ভালোবাসা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার।

আমার সৌভাগ্য, বাংলাদেশের খুদে বন্ধুরা আমাকে খুব ভালোবাসে।

এক জীবনে আমার সেরা প্রাপ্তি–ছোটদের ভালোবাসা।

এবারের বইমেলায় ছোটদের জন্যে আমার ছড়ার বই ‘খরগোশটা গিটার বাজায়’ আসছে চন্দ্রাবতী একাডেমি থেকে।

বইটির প্রচ্ছদ এবং ছবিগুলো এঁকেছে প্রীতিভাজন শিল্পী কাওসার মাহমুদ।

ছোটদের হাতে টাকা থাকে না। ওরা চাইলেও কিনতে পারে না আমার কোনো বই। ওদের বাবা-মা-আপু-ভাইয়ারাই কিনে দেন আমার বইগুলো।

আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা হে অভিভাবকগণ!

আমার খরগোশটা যে গিটার বাজাতে পারে সেটা ওদের দেখান।

ছোটদের জয় হোক।

- Advertisement -

Read More

Recent