মঙ্গলবার - মে ৭ - ২০২৪

‘কাম চালু হ্যায় ‘

সত্য ঘটনা অবলম্বনে হিন্দি সিনেমা কাম চালু হ্যায়

সত্য ঘটনা অবলম্বনে হিন্দি সিনেমা ‘কাম চালু হ্যায়’ । পলাশ মুচাল পরিচালিত সিনেমার এই কাহিনী একদমই সাদামাটা কিন্ত সিনেমা দেখতে বসে কাহিনী হৃদয় দুমড়ে মুচড়ে বেদনায় আচ্ছন্ন করেছে। সড়ক দূর্ঘটনায় কন্যা হারিয়ে পাগলপ্রায় একজন বাবা কিভাবে দুঃখকে চাপা দিয়ে শেষ পর্যন্ত মানুষের কল্যানে নিজকে উৎসর্গ করেন, সেই কাহিনী নিয়ে সিনেমা।

ছুটির রাতে সিনেমাটি দেখতে দেখতে ভীষন মন খারাপ হল এই ভেবে, এরকম ঘটনা নিয়ে আমাদের দেশে কেন সিনেমা হয় না? সিনেমা, গনমাধ্যম মানুষের কাছে খুব সহজে পৌছাতে পারে। বিনোদন বা সস্তা জনপ্রিয় সিনেমার পাশাপাশি সমাজসচেতনতামুলক সিনেমা নির্মান খুব জরুরি, বিষয়টি আমাদের এফডিসি কেন্দ্রিক পরিচালকদের মোটা মাথায় ঢুকবে বলে মনে হয় না।

- Advertisement -

অথচ প্রতি বছর, বাংলাদেশে সড়ক দূর্ঘটনায় কয়েক হাজার মানুষ অকালে প্রান হারায়। কত মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এই ঈদের সময় একসাপ্তাহে সড়ক দূর্ঘটনায় সারাদেশে ৪০০ লোক প্রান হারিয়েছে। ১০০০ এর অধিক মানুষ আহত হয়েছেন। এসব নিয়ে কর্তাব্যক্তিদের কোন মাথাব্যাথা নেই। যা যায় সাধারণ মানুষের ওপর দিয়ে যায়। মানুষের জীবনের কোন মূল্যই নেই,আজব এক দেশ আমাদের!

যাহোক,বলিউডে শুধু রঙ মশলার সিনেমাই নির্মান হয় না, আর্ট ফিল্ম, কনটেমপোরারি নানান বিষয় নিয়ে সিনেমা হয়। কাম চালু হ্যায় সিনেমাটি দেখে আরো একবার নিজেদের দৈন্যতায় মনভারাক্রান্ত হল।

অভিনয় করেছেন রাজপাল যাদব এবং গিয়া মানেকে।পলাশ মুচালের ‘কাম চালু হ্যায়’ দূর্ঘটনা সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি দুর্দান্ত সিনেমা ।

২০.০৪.২০২৪
মন্ট্রিয়েল

- Advertisement -

Read More

Recent