শনিবার - জুলাই ২৭ - ২০২৪

দিনটি আমার জন্যে বেদনার

প্রতিবারের মতন একটু আগেই ডাকযোগে পেলাম আম্মার পাঠানো চিঠির সাথে ছোট চিরকুট

ভৌগোলিক অবস্থানগত দূরত্বের কারনে কানাডার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য প্রায় ১০ ঘন্টা। কানাডায় ৮ মে, বুধবার, এখন দুপুর প্রায় ৩টা। বাংলাদেশে বৃহস্পতিবার , ৯ মে,রাত ১টা বেজে গেছে। দেশের হিসেব অনুযায়ী আমার জন্মতিথি শুরু হয়ে গেছে।

যদিও এই দিন নিয়ে আমার কোন উচ্ছাস নেই। কারণ এইদিনে আমি হারিয়েছি আমার মেঝো কাকীমাকে। দিনটি আমার পরিবারের জন্য বেদনার ও শোকের। আমাদের বাসায় নিরবেই আমার জন্মতিথি পার হয়ে যায়। তবুও সব সময় এদিন সকালে আম্মার হাতের স্পর্শে আমার ঘুম ভেঙেছে। কিন্তু গত ৬ বছর এদিনে আম্মার হাতের স্পর্শ খুব মিস করছি।

- Advertisement -

প্রতিবারের মতন একটু আগেই ডাকযোগে পেলাম আম্মার পাঠানো চিঠির সাথে ছোট চিরকুট। আম্মার হাতের চিরকুট পেয়ে আমার দিনটি হয়ে গেছে অসাধারণ।

এটি আমার জন্মদিনে সবচেয়ে বড় প্রাপ্তি।

- Advertisement -

Read More

Recent