বুধবার - মে ১ - ২০২৪

সাতদিন পর বাড়ি ফেরা

সাতদিন পর বাড়ি ফিরে এলাম।অজস্র ফুল ফুটে অপেক্ষায় আছে আমাকে অভ্যর্থনা দেয়ার জন্য। গভীর রাতে চাঁদের আলো মেখে হাসছিল আমাকে দেখে।
জোনাকিরা নাচছিল আলো জ্বলে। নিঝুম প্রকৃতির সৌন্দর্য মুগ্ধতায় জড়িয়ে নিল নিমিষে ।
কয়েক দিনের ভীড়, ব্যাস্ততা, আলো,হৈচৈ থেকে একদম বিপরীত চিত্র ।
সকালবেলা গুটিগুটি পায়ে দেখা করতে এলো বাচ্চা খরগোশ। বলল দেখ আমি অনেক বড় হয়ে গেছি।
সাথে কাঠবিড়ালি আর চিপমাঙ্কও এলো।
সারাদিন লাল, হলুদ, সবুজ, ধুষর,কালো সাদা রঙের কত রকমের পাখি উড়ছে, গানগাইছে আমাকে ঘিরে। ঘুঘুরা জোড়ায় জোড়ায় দেখা করতে আসছে।
আমি শুয়ে আছি প্রিয় হ্যামাকে সবুজের ছায়ায় সারাদিন প্রকৃতির সাথে।
- Advertisement -

Read More

Recent