রবিবার - মে ১৯ - ২০২৪

সব মানুষের রক্তের রং লাল

ছবিসোনিকা আগারওয়াল আনসপ্লাশ

এক হিন্দু ব্যক্তি এক মুসলমান ব্যক্তিকে প্রশ্ন করলো, ভাই বলুন তো পৃথিবীর সব মানুষের তিনটি কমন মিল আছে, সেই তিনটি মিল কি?
মুসলমান, সবার রক্তের রং লাল। আর দুটা ঠিক বলতে পারছি না এই মূহুর্তে।
হিন্দু ব্যক্তি, পৃথিবীর সব মানুষের তিনটি মৌলিক মিলের মধ্যে একটি অবশ্যই আপনি ধরতে পেরেছেন। সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আরো একটু গভীর চিন্তা করে অন্য দুটি মিল কি খুজার চেষ্টা করবেন?
মুসলমান ব্যক্তি, সব মানুষের বাবা মা আছেন। সব মানুষই কারো না কারো দ্বারা জন্ম গ্রহন করেছেন।
হিন্দু ব্যক্তি, এটা ঠিক তবে এটাকে ঠিল মৌলিক মিল বলা যায় না। আমি বলতে চাচ্ছি, যে মিলের কারনে পৃথিবীর সব মানুষ একই কমন গ্রাউন্ডে দাঁড়িয়ে নিজেদের মধ্যে সম-স্বরে বলতে পারেন আমরা এক, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই।
মুসলমান ব্যক্তি, মৌলিক মিল? ঠিক বুঝতে পারছি না মৌলিক মিল বলতে কি বুঝাচ্ছেন?
হিন্দু ব্যক্তি, আপনি তো একটি মৌলিক মিল খুজে পেয়েছেন আর সেটি হচ্ছে সব মানুষের রক্তের রং লাল। এমন কি শুনেছেন কোন মানুষের রক্তের রং সবুজ কিংবা নিল? না,কখনোই শুনবেন না। আমার আর আপনার রক্তের রং লাল। এই কারনে, এই মিলের কারনে আমার আর আপনার মধ্যে ব্যবধান ঘুচে গিয়ে মিল রচিত হচ্ছে,শুধু আমার আর আপনার মধ্যে নয় পৃথিবীর সব মানুষের মধ্যে মিল রচিত হচ্ছে। ভেদাভেদ ঘুচে যাচ্ছে। তাই নয় কি?
মুসলিম ব্যক্তি, হুম, তাই তো। অদ্ভুত মিল। অস্বীকার করার উপায় নেই। আসলেই তো সব মানুষের রক্তের রং লাল।
আমি স্যারেন্ডার করলাম। অন্য দুটি মৌলিক মিল ঠিক মনে আসছে না। আপনি বলে দিন।
হিন্দু ব্যক্তি, অন্য দুটি হচ্ছে। ২) আমরা সবাই মানুষ। ৩) সব মানুষেকেই একদিন মৃত্যুবরন করতে হবে।
মুসলিম ব্যক্তি, হুম, সত্যিই তো। পৃথীবির সব মানুষের পরিচয় হচ্ছে তারা মানুষ। এর কোন ব্যতিক্রম আসলেই নেই।
আর এটা অবশ্যই ঠিক, পৃথিবীর সবাইকেই একদিন না একদিন মৃত্যুবরন করতে হবে। আমি, আপনি পৃথিবীতে চির দিন থাকবো না।
হিন্দু ব্যক্তি, এই তিনটি মৌলিক মিলের ক্ষেত্রে আমরা পৃথিবীর সব মানুষ কি এক হতে পারি না? আসুন, আমরা যে তিনটি মৌলিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছি সবাগ্রে সেটাই হোক আমাদের পরিচয়। আমরা মানুষ, আমাদের রক্তের রং লাল আর আমাদের সবাইকেই একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাহলে বিভেদ কেন? মানুষে মানুষে হিংসা বিদ্বেষ কেন?
স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent