রবিবার - মে ১৯ - ২০২৪

হুব্বা

শুধুমাত্র মোশাররফ করিমের অভিনয়ের জন্য আর ভালো ডাইরেকশনের জন্য হুব্বাটা জমেছে

নরমালি আমি বাংলা কোন নাটক বা মুভি দেখিনা বাট অনেক ভালো রিভিউ পাইলে তখন দেখি। তারই সুবাদে আজ একসাথে দুটো মানে হুব্বা এবং অসময় নামালাম এবং দেখলাম।

বিকালে হুব্বা দেখেছি আর মাত্রই অসময়টা শেষ করে লিখতে বসলাম। এখনি কেন লিখতে বসলাম তার কারন হলো টাইমটা।

- Advertisement -

কতটা আকর্ষণীয় হলে আমার মতো লোক যে বাংলা নাটকই দেখেন সে রাত ৩:২৪ পর্যন্ত জেগে একটা নাটক দেখেছে এটা হয়তো কিছুটা আন্দাজ করতে পারতেছেন।

আমি কোন স্পয়লার দেবোনা, যাস্ট নিজের একটা অপিনিয়ন দিচ্ছি।

সেটা হলো কোন আহামরি গল্প ছাড়াই শুধুমাত্র মোশাররফ করিমের অভিনয়ের জন্য আর ভালো ডাইরেকশনের জন্য হুব্বাটা জমেছে এছাড়া হুব্বায় কোন স্পেশাল মোমেন্ট নেই।

পার্সোনাল রেটিং ৬/১০.

হুব্বার ঠিক উলটো ব্যাপার অসময়ে। অসাধারণ গল্পের সাথে সাথে সবথেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হলো ন্যাচারাল সিচুয়েশনে ক্যামেরার কালার গ্রেডিং। এতটা সুন্দর এবং সাবলিল ছিলো পুরো নাটকটা যে মনেহচ্ছিলো সমাজের চিত্রই দেখতেছি সামনের পরে। এটাযে নাটক তা একবারো মনেহয়নি।

আর পরিচালক অমি অসাধারণ কাজ করেছেন। বিশেষকরে কঠিন সিচুয়েশনেও কমেডি করার টাইমিং যাস্ট আমেজিং।

- Advertisement -

Read More

Recent