রবিবার - এপ্রিল ২৮ - ২০২৪

বিজ্ঞাপন নাম্বার থ্রি

বিজ্ঞাপন নাম্বার থ্রি

একটা বেড়াল ছানা ফোন করেছে কুকুর ছানার মাকে। নালিশ জানালো সে আন্টির কাছে–আন্টি তুমি তোমার কুকুর ছানাটাকে বকে দিও তো। রাস্তায় পেলেই সে খালি ভয় দেখায় আমাকে। তোমার এই রাগী ছেলেটা আমাকে খালি মারতে আসে। ওর গর্জনে মনে হয় সে কুকুর নয়, বাঘ!

টেলিফোনের অপর প্রান্তে কুকুর ছানার মা ভেবে যার কাছে নালিশ জানিয়েছিলো বেড়াল ছানাটা সে আসলে ছিলো সেই পাজি কুকুর ছানাটাই!

- Advertisement -

তারপর কী হলো?

সেটাই বলা হয়েছে ছড়ায়। ছড়াটার নাম ছিলো ‘বেড়াল ছানা ফোন করেছে কুকুর ছানার মাকে’।

সেই ছড়াটাই আস্ত একটা বই হয়ে আসছে এবারের বইমেলায়। পাতায় পাতায় জীবন্ত ছবিগুলো এঁকেছে শিল্পী উদয়। প্রচ্ছদও তারই করা।

বইটির প্রকাশক খুশবু। খুশবুর কর্ণধার আমার প্রীতিভাজন শিশুসাহিত্যিক গল্পকার শাহনেওয়াজ চৌধুরী। দু’বছর আগে এই খুশবু থেকেই বেরিয়েছিলো আমার ছড়ার বই–‘জিপিএ ফাইভ ছড়া’।

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent