রবিবার - মে ১৯ - ২০২৪

জীবনে দু:খ-কস্ট

আমাদের জীব‌নের বেশীরভাগ কষ্ট ভোগ ক‌রি নি‌জে‌দের নেয়া সিদ্ধান্ত বা চ‌য়ে‌সের কারনে সা‌থে ভয়ের কার‌নেও ‌যেখা‌নে ভয় আছে সেখা‌নে স্বাধীনতা নেই শা‌ন্তি নেই আছে শুধু কষ্ট আর কষ্ট

“জীব‌নে দু:খ আছে কষ্ট আছে। এ দু:খ ক‌ষ্টের জন্য আমরা নি‌জেরাই দায়ী।”

“We suffer due to the choices we made.” কথাটাকে আমার সত্য ম‌নে হয়। আমাদের জীব‌নের বেশীরভাগ কষ্ট ভোগ ক‌রি নি‌জে‌দের নেয়া সিদ্ধান্ত বা চ‌য়ে‌সের কারনে। সা‌থে ভয়ের কার‌নেও। ‌যেখা‌নে ভয় আছে সেখা‌নে স্বাধীনতা নেই, শা‌ন্তি নেই। আছে শুধু কষ্ট আর কষ্ট। অথচ কপালের দোহাই দি‌য়ে আমরা নি‌জেদের দোষ এড়ি‌য়ে যে‌তে চাই।

- Advertisement -

স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া বা না খাওয়া আমা‌দের চ‌য়েষ বা সিদ্ধান্তের ব্যাপার। এ সিদ্ধা‌ন্তের ওপর আমা‌দের শারী‌রিকভা‌বে  ভালো থাকা নির্ভর ক‌রে। শরীর ভা‌লো না থাক‌লে ম‌নও ভা‌লো থা‌কেনা। কষ্ট বাড়ে।

আবার পার্টনা‌রের সা‌থে  সম্পর্ক ভা‌লো রাখা না রাখাও আমা‌দের চ‌য়ে‌সের বিষয়। ভা‌লোবাস‌বো না ঝগড়া কর‌বো তাও তো চ‌য়ে‌শের ব‌্যাপার। য‌দির তা অ‌নেক সময় নি‌জের ওপর নির্ভর ক‌রেনা। কিন্তুু কাউকে ভা‌লো না লাগ‌লে আমরা ছাড়াছা‌ড়ি ক‌রে ফেল‌তে পা‌রি। ‌এটা কিন্তুু  আমা‌দের চ‌য়ে‌সের ব্যাপার। অথচ কেউ কেউ ভ‌য়ে তা কর‌তে পারেনা। সিদ্ধান্ত‌ নি‌তে ভয়ের কার‌নে বছ‌রের পর বছর Suffer করে।

চাকুরীবাকুরী  বা ব্যবসা বা‌নিজ্য নি‌য়েও আমরা Suffer ক‌রি। এগু‌লোও আমা‌দের সিদ্ধান্তে‌র ব্যাপার।

ত‌বে সব সময় নি‌জের সিদ্ধা‌ন্তের কার‌নে আমরা হয়ত Suffer ক‌রিনা। যেমন রাস্ট্রীয় সিদ্ধান্ত বা প্রাকৃ‌তিক দু‌র্যোগ তার অণ্যতম।  অবশ্য রা‌ষ্ট্রীয় সিদ্ধান্ত যারা নেন  তা‌দের‌কে আমরা নি‌জেরা সিদ্ধান্ত নি‌য়ে পাঠাই। মা‌ঝে মা‌ঝে তা সম্ভব হয়না। যেমন একনায়কবা বি‌নে ভোটের সরকার বা রাজা রানীর সরকার।

আবার আমাদের সিদ্ধা‌ন্তের কার‌নে প্রকৃ‌তি‌ ধ্বংস হ‌চ্ছে। ক্লাইমেট চেন্জ হ‌চ্ছে।  ফ‌লে প্রাকৃ‌তিক দু‌র্যোগ হ‌চ্ছে। আমরা Suffer ক‌রছি।

আমরা দ‌রিদ্র হ‌লেও suffer ক‌রি। ব‌লি এটা আমা‌দের নিয়তি। দ‌রিদ্র হ‌য়ে জন্মা‌নো ব্যপারটা হয়ত আমা‌দের হা‌তে নেই, ত‌বে দ‌রিদ্র থে‌কে বের হ‌য়ে আসার কৌশল আমাদের হা‌তে। সেটাও আমা‌দের সিদ্ধান্তের বিষয়।

তাই আমার ম‌নে হয়, ভা‌লো সিদ্ধান্ত নি‌তে জান‌লে জীব‌নে Suffering টা হয়ত কম হয়। সা‌থে ভয়‌কে জয় কর‌তে পার‌লে হয়ত জীব‌নে প্রকৃত স্বাধীনতা ও শা‌ন্তি ভোগ করা সম্ভব। এটা আমার ক্ষুদ্র ম‌নের  অনুভু‌তি। আপনার ভাবনা ভিন্নও হ‌তে পা‌রে।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Read More

Recent